গত বৃহপতিবার সহ-উপাচার্যের পক্ষে তাঁর একান্ত সচিব সোহেল রানা ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় জিডিটি করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। একজন উপপরিদর্শককে তদন্ত করতে দেওয়া হয়েছে। জিডিতে সহ–উপাচার্যের একান্ত কর্মকর্তা সোহেল রানা উল্লেখ করেন, ১৪মার্চ রাত ১১টার দিকে ‘ইবি ভাইরাল নিউজ’ নামে একটি ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্যকে জড়িয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যেখানে লেখা ছিল, ‘মালি নিয়োগ নিয়ে প্রোভিসি খাম্বা মাহবুবুর রহমানের সাথে তাঁর ঘনিষ্ঠ চন্দনের কথোপকথন ফাঁস। রশিদের চাকরি শিওর করেছেন প্রোভিসি খাম্বা মাহবুব।’ এ বিষয়ে জানার চেষ্টা করেও বিশ্ববিদ্যালয় প্রশাসন খোঁজ পেতে ব্যর্থ হয় বলে জিডিতে উল্লেখ করা হয়। চন্দন নামের যে ব্যক্তির নাম স্ক্রিনশটে আছে ধারণা করা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখার উপরেজিস্ট্রার চন্দন কুমার দাস। তিনি প্রথম আলোকে বলেন, ‘স্ক্রিনশটটা আমি দেখেছি। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। এ নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। বাকিটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। ’সহ–উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ইতিমধ্যে থানায় জিডি করা হয়েছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক।
Editor & Publisher: Ashik Biswas
Office : Road No. 25 Bolck 12 / D Pallabi
Mirpur Dhaka 1216 ashik0191777@gmail.com
Mobile number 01770401138
ই- পেপার কপি