আর্জেন্টিনা ও সাফল্য যেন এখন সমার্থক। গত জুলাইয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। লিওনেল স্কালোনির দল আজ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে জিতেছে ৩–০ গোলে। এ জয়ের পর আর্জেন্টিনার অবিশ্বাস্য সাফল্যের রহস্য নিয়েও কথা উঠেছে।
২০২১ সালে কোপা জয়ের মধ্য দিয়ে শুরু হওয়া বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অভিযাত্রায় ক্লান্তির কোনো ছাপও পড়ছে না। বিষয়টি নিয়ে আজ চিলি ম্যাচের পর কথা বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাঁর দাবি, আর্জেন্টিনা দল নিজেদের অন্যদের চেয়ে সেরা মনে করে না। তবে বর্তমান সময়টা যে ভালো যাচ্ছে, সেটিও স্বীকার করেছেন স্কালোনি।
একটানা দলের জয়ের ক্ষুধা ধরে রাখা নিয়ে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘প্রতিযোগিতা থেকে আমরা অনুপ্রেরণা পাই। জাতীয় দলের হয়ে খেলার গুরুত্ব এবং এখানে লড়াই করার বিষয়টি নিয়ে খেলোয়াড়দের বোঝানো খুব কঠিন কিছু নয়। তারা বার্তাটা বুঝতে পারে এবং লড়াই চালিয়ে যায়। এর ফল ইতিবাচক এবং সেটা আমাদের সাহায্য করে।’
চিলির বিপক্ষে ম্যাচটি বিশ্লেষণ করে স্কালোনি আরও বলেছেন, ‘৩০ মিনিট পর্যন্ত আমরা তাদের চেয়ে ভালো খেলেছি, তবে প্রথমার্ধের শেষটা ভালো ছিল না।’ বিরতির পর ড্রেসিংরুমে স্কালোনি তাঁর খেলোয়াড়দের সঙ্গে কথা বলার পর দ্বিতীয়ার্ধে পরিস্থিতি পাল্টে যায়। তেতে ওঠা হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালারা দ্বিতীয়ার্ধেই ৩ গোল করেন।
বিরতির পর দলের বদলে যাওয়া নিয়ে আর্জেন্টাইন কোচ যোগ করেন, ‘দল শুধরে নিয়েছে এবং দ্বিতীয়ার্ধে খেলায় আরও উন্নতি করে ফিরে এসেছে। প্রথম গোলের সময়ে দলের খেলাতেই বিষয়টি স্পষ্ট ছিল। শেষ পর্যন্ত ম্যাচের ফলটা ন্যায্য।’
আর্জেন্টিনার এই দলকে বাকিদের চেয়ে এগিয়ে রাখার প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘আমি মনে করি না, আমরা বাকিদের চেয়ে সেরা। সব কিছু খুবই সমান। হ্যাঁ, আমরা ভালো সময় পার করছি এবং আমাদের এভাবেই কাজ করে যেতে হবে।’
সর্বশেষ কোপার ফাইনাল জিতে আর্জেন্টিনা দল থেকে অবসর নেওয়া আনহেল দি মারিয়াকে আজকের ম্যাচে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দি মারিয়াকে নিয়ে স্কালোনি বলেছেন, ‘আনহেল এই দল ও দেশের কিংবদন্তি। আমরা তাকে যা বলার, আগেই বলে দিয়েছি। জাতীয় দলের দরজা তার জন্য সব সময়ই খোলা।’
Editor & Publisher: Ashik Biswas
Office : Road No. 25 Bolck 12 / D Pallabi
Mirpur Dhaka 1216 ashik0191777@gmail.com
Mobile number 01770401138
ই- পেপার কপি