ময়মনসিংহ সড়ক বিভাগে রমরমা ঘুষ বানিজ্য
ময়মনসিংহ সড়ক বিভাগ রমরমা ঘুষ বানিজ্য অভিযোগ
- আপডেট সময় : ০২:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
অনুসন্ধানী প্রতিবেদনঃ
সড়ক ও জনপথ অধিদপ্তরের সংরক্ষণ ও সংগ্রহ শাখার নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন ও নূরে আলম কামাল পাশা উপ সহকারী প্রকৌশলী সদর সড়ক শাখা ময়মনসিংহ সড়ক উপ বিভাগ এর বিরুদ্ধে রয়েছে ব্যাপক দূর্নীতির অভিযোগ। ময়মনসিংহ যোগদানের পর অনিয়মের আখড়ায় পরিণত করেন সংগ্রহ ও সংরক্ষণ বিভাগের সকল শাখা অফিসকে। সংশ্লিষ্ট অনেকেই অভিযোগ করেন সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মজীবনের শুরু থেকে দূর্নীতির প্রশিক্ষক হয়ে উঠেন এই দুই কর্মকর্তা
সড়ক ও জনপদের সংগ্রহ ও সংরক্ষণ ময়মনসিংহ ডিভিশনে যোগদানের পর থেকেই দূর্নীতির মহা উৎসবে মেতে উঠেছে। তার উর্ধ্বতন কর্তৃপক্ষের যোগসাজোস ছাড়া অনিয়ম ও দূর্নীতি করা কিছুতেই সম্ভব নয়। টেন্ডার করার মতো পর্যাপ্ত ফান্ড না থাকা সত্ত্বেও একের পর এক ঘুপচি টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এর সাথে সংযুক্ত রয়েছে সড়ক ভবনের আশেপাশের প্রভাবশালী একটি সিন্ডিকেট। উক্ত সিন্ডিকেট নামে বেনামে বিভিন্ন ফার্মের মাধ্যমে টেন্ডারে অংশগ্রহন করে থাকে। দীর্ঘ অনুসন্ধানে দেখা গেছে যে, কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে সম্পূর্নরূপে অবগত। সড়ক ও জনপদ অধিদপ্তরের নিম্নস্তরের কিছু কর্মচারী (কম্পিউটার অপারেটর, হেড-ক্লার্ক ও উপ সহকারীর প্রকৌশলীরা নামে বেনামে টেন্ডারে অংশগ্রহন করে থাকে
নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন ও নূরে আলম কামাল পাশা বিরুদ্ধে একাধিক তথ্য আমাদের কাছে এসেছে সংবাদ প্রকাশের পর দূর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট মন্ত্রণালয় নড়েচড়ে বসেছে। হাতেগোনা কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা সারাক্ষন অধিদপ্তরের রুমে আড্ডায় লিপ্ত থাকে। এ জাতীয় অসংখ্য তথ্য প্রমান ভিডিও ফুটেজ ইতোমধ্যে গনমাধ্যমের হাতে এসেছে।
বিস্তারিত আরও জানতে আমাদের সঙ্গে থাকুন সারা বাংলাদেশের দুর্নীতি বাজ দের মুখোশ উন্মোচন করতে আমরা আছি আপনাদের মাঝে