বন বিভাগ গিলে খাচ্ছে কক্সবাজার ফরেস্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমছড়ি টহল ফাঁড়ি কক্সবাজার রেঞ্জ মোঃ কামরুজ্জামান শোভন এর বিরুদ্ধে রমরমা ঘুষ বানিজ্য অভিযোগ
সরকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেও কিছুসংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারির কারণে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। স্বয়ং দেশের ও সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের উদ্দেশ্যে দুর্নীতি বন্ধে হুঁশিয়ারি দেওয়ার পরও কোনো কিছুতেই কাজে আসছে না। উন্নয়ন প্রশংসিত হলেও দুর্নীতি এবং অনিয়মের কারণে সুশাসন আজ প্রশ্নবিদ্ধ। সর্বপ্রথম সফল উপকূলীয় কক্সবাজার। বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে বন অধিদপ্তরের অভাবনীয় সাফল্য আজ ম্লান হতে চলেছে কিছুসংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তা/কর্মচারিদের জন্য। এমনই একজন দুর্নীতিবাজ বন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান শোভন অবৈধ অর্থের জোরে একটি বিশেষ মহলকে ‘খুশি’ করে সম্প্রতি তিনি কক্সবাজার হিমছড়ি টহল ফাঁড়ি মোঃ কামরুজ্জামান শোভন এখানে পোস্টিং নিয়েছেন। প্রজাতন্ত্রের এ কর্মচারি তার পদ-পদবীর অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। এবং তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় থাকলেও ধরাছোঁয়ার বাইরেই থাকেন তিনি। এ ঘটনায় জেলার বনকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে এবং দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন হিমছড়ি এলাকাবাসীর জোর দাবি সঠিক ভাবে তদন্ত করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে বিস্তারিত আরও জানতে আমাদের সঙ্গে থাকুন সারা বাংলাদেশের দুর্নীতি বাজ দের মুখোশ উন্মোচন করতে আমরা আছি আপনাদের মাঝে ভোরের হাওয়া দুর্নীতি সন্ধানে প্রতিদিন
Editor & Publisher: Ashik Biswas
Office : Road No. 25 Bolck 12 / D Pallabi
Mirpur Dhaka 1216 ashik0191777@gmail.com
Mobile number 01770401138
ই- পেপার কপি