সংবাদ শিরোনাম ::
বরিশাল রহমতপুর বাবুগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে বিরুদ্ধে ঘুষ বানিজ্য অভিযোগ
- আপডেট সময় : ০৬:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
বরিশাল রহমতপুর বাবুগঞ্জ সাব রেজিস্ট্রার মোসাঃ রেহানা পারভীন অফিসে চলছে রমরমা ঘুষ দূর্নীতি আর লুটপাট বাণিজ্য
রহমতপুর বাবুগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে এখন পরিণত হয়েছে রমরমা ঘুষ দূর্নীতি ও দলিল বাণিজ্যের নিরাপদ অভয়ারণ্যে। এখানে ঘুষ ছাড়া মেলেনা সেবা, নড়েনা ফাইল।
অভিযোগ রয়েছে, নাল জমিকে ডোবা নালা দেখিয়ে হায়ার ভ্যালু আর আন্ডার ভ্যালুর মারপ্যাচে ফেলে দলিল প্রতি সাব রেজিস্ট্রার এর নামের উপর কালেকশন করা হচ্ছে ৯ হাজার থেকে ২৫ হাজার টাকা। আবার কখনো কখনো দলিলে সমস্যা আছে এমন মনগড়া অভিযোগ তুলে সাব রেজিস্ট্রার মোসাঃ রেহানা পারভীন এর লুটে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
আমাদের সিনিয়র ক্রাইম রিপোর্টার মেহেদী হাসান প্রেরিত তিন পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদনের সারাংশটুকু অবহিত করে সাবরেজিস্টার নিকট বক্তব্য জানার প্রেরণ করা হলেও তাঁরা কোনো বক্তব্য দেননি।
অনুসন্ধানে জানা গেছে, বরিশাল রহমতপুর বাবুগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস এখন সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন মোসাঃ রেহানা পারভীন
দেশের ভূমি অফিস ও সাব রেজিস্ট্রার অফিসগুলোর দুর্নীতি এখন ওপেন সিক্রেট। এখানে ঘুষ ছাড়া মেলেনা সেবা, নড়েনা ফাইল। বরিশালে সচেতন এলাকাবাসীর অভিযোগ এই সাব রেজিস্ট্রার এর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এখানে অফিস সহকারী এবং তাদের নিজস্ব দালাল সিন্ডিকেট এই সাব রেজিস্ট্রার অফিসকে ঘুষ দূর্নীতির তীর্থ স্থানে পরিণত করেছেন।
তাদের নিজস্ব পোষ্য দালাল সিন্ডিকেট দিয়ে এই অফিসকে জিম্মি করে দুহাতে লুটছেন কাড়ি কাড়ি টাকা।
সাব রেজিস্ট্রার মোসাঃ রেহানা পারভিন এর খুব বিশ্বস্ত দালাল চক্রের সিন্ডিকেট দিয়ে সাব রেজিস্ট্রার অফিসে নিজস্ব একটি বলয় সৃষ্টি করেছেন।
এদিকে সচেতন এলাকাবাসী বলছেন অসংখ্য দূর্নীতির অভিযোগে অভিযুক্ত সাব রেজিস্ট্রার ও তাঁর অধিনস্ত কর্মচারীদের অপসারণ ও নামে বেনামে গড়ে উঠা তাঁদের অবৈধ সম্পদের খোঁজ তল্লাশীপূর্বক বিভাগীয় শাস্তির আওতায় আনতে মাননীয় আইজিআর উম্মে কুলসুম মহোদয় সহ দুদকের হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে সাব রেজিস্ট্রার এর মোবাইল নাম্বারে কল করা হলেও তিনি রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সারা বাংলাদেশের দুর্নীতি বাজ দের মুখোশ উন্মোচন করতে আমরা আছি আপনাদের মাঝে
বিস্তারিত জানতে দ্বিতীয় পর্ব চোখ রাখুন