স্টাফ রিপোর্টার
দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৯৬ (ছিয়ানব্বই) ফেন্সিডিল উদ্ধার। গ্রেফতার-০১জন
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্ত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) অনুজ কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আজ ০৯ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ০৪:৫০ ঘটিকায় দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা নতুনপাড়া মোঃ আইয়ুব আলীর বাড়ীর পূর্ব পাশে কলা বাগানের মধ্য হতে আসামী ১। মোঃ রমজান আলী (২৮), পিতা-মোঃ আইয়ুব আলী, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, স্ত্রী-মোছাঃ জিনিয়া খাতুন, সাং-রাঙ্গিয়ারপোতা নতুনপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ৯৬ (ছিয়ানব্বই) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, যাহার মূল্য অনুমান ১,৯২,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
Editor & Publisher: Ashik Biswas
Office : Road No. 25 Bolck 12 / D Pallabi
Mirpur Dhaka 1216 ashik0191777@gmail.com
Mobile number 01770401138
ই- পেপার কপি