নরসিংদী সদর ভূমি অফিসের কানুগো বিরুদ্ধে ঘুষ বানিজ্য অভিযোগ
- আপডেট সময় : ০৮:৪৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
অনুসন্ধানী প্রতিবেদক
নরসিংদী সদর ভূমি অফিসের কানুনগো মোঃ নেয়ামত উল্লাহ বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ ছাড়া ফাইল স্বাক্ষর না করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী সেবাগ্রহীতারা।উপজেলা ভূমি অফিস কেন্দ্রিক কানুনগোর আশ্রয়ে প্রশ্রয়ে একটি শক্তিশালী দালাল সিন্ডিকেট গড়ে উঠেছে নরসিংদী সদর । ভূমি অফিসে কর্মরত কানুনগো, নাজির, সার্ভেয়ার ও অফিস সহকারীদের ঘুষ বাণিজ্যে ভূমি মালিকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন কাঙ্খিত চাহিদা অনুযায়ী ঘুষ না দিলে কোন টেবিল থেকেই ফাইল ছাড়েনা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। কোন কাজ করে না
ভুক্তভোগীদের অভিযোগ সূত্র ধরে উক্ত প্রতিবেদক কানুনগো অফিসে গিয়ে পরিচয় দিয়ে বলেন, আমার এক আত্মীয়ের ফাইল নরসিংদী সদর ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার টেবিলে এসেছে প্রায় পনের দিন হচ্ছে ফাইলটি অনুমোদনের অপেক্ষায়, এখন অনুমোদন হওয়ার জন্য আপনার টেবিল থেকে এসিল্যান্ড টেবিলে অনুমোদনের জন্য কখন পৌঁছাবে জানতে চাইলে কানুনগো মোঃ নেয়ামত উল্লাহ বলেন, যেহেতু আপনার আত্মীয়ের ফাইল সুতরাং টাকা দিতে হবে আপনার নিজস্ব ফাইল হলে ছেড়ে দিতাম।কত টাকা দিতে বলে জানতে চাইলে তিনি বলেন, আমার টেবিলে ৫ হাজার করে নিই।আমিতো অল্প খরচ নিই মাত্র।দেশের চোর ডাকাত দেখতে চাইলে আমার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের দেখেন তারা প্রতিটি ফাইল থেকে কত টাকা খাচ্ছে।এই কথাগুলো আমি ওদের সামনে মিটিংও বলি।টাকা ছাড়া কোন কাজ হচ্ছে না। বিস্তারিত আরও জানতে আমাদের সাথে থাকুন