গত সাড়ে তিন বছর, প্রথম আলো আমার মামলার সব দায়িত্ব -ভার বহন করেছে। প্রথম আলোর আদালত প্রতিবেদক, কোর্ট প্রতিবেদক, আইনজীবী—প্রত্যেকেই আমার প্রত্যেকটি হাজিরাতে
- আপডেট সময় : ০৪:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
এডিটর ইনচার্জ মাসুম হাসান
গত সাড়ে তিন বছর, প্রথম আলো আমার মামলার সব দায়িত্ব -ভার বহন করেছে। প্রথম আলোর আদালত প্রতিবেদক, কোর্ট প্রতিবেদক, আইনজীবী—প্রত্যেকেই আমার প্রত্যেকটি হাজিরাতে আমার সাথে ছিলেন। তাঁরা আমার সঙ্গে সিএমএম কোর্ট, জজ কোর্ট এবং হাইকোর্টে দৌঁড়ঝাপ করেছেন এবং আমাকে মানসিক শক্তি দিয়েছেন। কিছু মাসে আমাকে তিন থেকে চারবার আদালতে যেতে হয়েছে। আমাদের অ্যাডমিন সেকশন, এইচআর সেকশন এবং নিউজ সেকশন আমাকে সব দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আর এই সবকিছু সম্ভব হয়েছে আমার শ্রদ্ধেয় সম্পাদক মতিউর রহমানের জন্য, যিনি অভিভাবকের মতো এসব তদারকি করেছেন। আমি সারাদেশের সকল সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের অনুরোধ করব, সাংবাদিকতা করতে গিয়ে কেউ আক্রান্ত হলে, যে অবস্থাতেই থাকুক, অফিস যেন তাদের পাশে দাঁড়ায় এবং প্রথম আলোর মতো পূর্ণ সমর্থন দেয়। সাংবাদিকতা দীর্ঘজীবী হোক।
-রোজিনা ইসলাম
হেড অফ ক্রাইম রিপোর্টিং টিম
প্রথম আলো।
আমার সাথে ছিলেন। তাঁরা আমার সঙ্গে সিএমএম কোর্ট, জজ কোর্ট এবং হাইকোর্টে দৌঁড়ঝাপ করেছেন এবং আমাকে মানসিক শক্তি দিয়েছেন। কিছু মাসে আমাকে তিন থেকে চারবার আদালতে যেতে হয়েছে। আমাদের অ্যাডমিন সেকশন, এইচআর সেকশন এবং নিউজ সেকশন আমাকে সব দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আর এই সবকিছু সম্ভব হয়েছে আমার শ্রদ্ধেয় সম্পাদক মতিউর রহমানের জন্য, যিনি অভিভাবকের মতো এসব তদারকি করেছেন। আমি সারাদেশের সকল সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের অনুরোধ করব, সাংবাদিকতা করতে গিয়ে কেউ আক্রান্ত হলে, যে অবস্থাতেই থাকুক, অফিস যেন তাদের পাশে দাঁড়ায় এবং প্রথম আলোর মতো পূর্ণ সমর্থন দেয়। সাংবাদিকতা দীর্ঘজীবী হোক।
-রোজিনা ইসলাম
হেড অফ ক্রাইম রিপোর্টিং টিম
প্রথম আলো।